১০ ডিসেম্বরের সমাবেশের জায়গা নিয়ে আলোচনায় রাজি বিএনপি

আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের জায়গা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। বিএনপির পক্ষ থেকে নয়া পল্টনে ও সরকারের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়ায় জটিলতা বেড়েছে। যদিও রবিবার (৪ ডিসেম্বর) বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, ‘নয়া পল্টন ছাড়া কোথাও সমাবেশ করবে না বিএনপি। তারপরও আলোচনা হতে পারে। আলোচনার মাধ্যমে কোনও সিদ্ধান্ত এলে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে, সমাবেশ কোথায় অনুষ্ঠিত হবে।’

রবিবার (৪ ডিসেম্বর) বিকালে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমান উল্লাহ আমান কথা বলেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘আমরা কমিশনারের সঙ্গে দেখা করে বলেছি, চলমান যে বিশেষ অভিযান চালানো হচ্ছে, তাতে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বিএনপির যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে, তারা জামিনে রয়েছে। তারপরও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে পুরনো মামলায় গ্রেফতার দেখাচ্ছে। সমাবেশকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের যেন গ্রেফতার কিংবা হয়রানি না করা হয়, এসব বিষয়ে আমরা কমিশনারকে অবহিত করেছি।’

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহিদুদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ উপস্থিত ছিলেন।