ঝুলে আছে ভেন্যু নির্ধারণ প্রক্রিয়া, কার্যালয়ের আশেপাশে স্থান চায় বিএনপি

১০ ডিসেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিএনপির গণসমাবেশের স্থান জটিলতা এখনও কাটেনি। সোমবার (৫ ডিসেম্বর) বিকাল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ভেন্যু নির্ধারণ প্রক্রিয়া নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। এরআগে, এদিন দুপুরে বিএনপির নয়া পল্টনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, পুলিশ সোহরাওয়ার্দী ও তুরাগ ছাড়া ঢাকা মহানগরীর মধ্যে অন্য নিরাপদ জায়গার কথা বললে তারা ভেবে দেখবেন। পুলিশ জানতে চাইলে তেমন জায়গার নাম বলতেও রাজি হয়নি বিএনপি।

রবিবার (৪ ডিসেম্বর) ডিএমপির সঙ্গে আলোচনার সূত্র ধরে সোমবার মতিঝিল জোনের এডিসির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এদিন বিকাল সাড়ে ৪টার দিকে এ্যানি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা (ডিএমপি) গতকালও বলেছে— সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে। কিন্তু আমরা তাদের বারবার বলছি, হয় নয়া পল্টনে দিতে, না হলে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে দিতে। আমরা মনে করি, আমাদের সমাবেশ আমাদের কার্যালয়ে হওয়া উচিত। তারা বলেছে, জানাবে। আমরা অপেক্ষা করছি।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির পক্ষ থেকে কয়েকটি স্থানে গণসমাবেশ করার অনুমতি চাওয়া হয়। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানিয়ে দিয়েছি— রাস্তার ওপরে কোনও সমাবেশ করা যাবে না। রাজধানীতে উন্মুক্ত স্থান যদি থাকে, সেখানে সমাবেশ করতে পারবেন।’

আরামবাগ মোড়ে সমাবেশের একটি কথা শোনা যাচ্ছে, এ বিষয়ে হায়াতুল ইসলাম বলেন, ‘সেটাও রাস্তা। এজন্য সমাবেশের অনুমতি দেওয়া হবে না।’