শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনে প্রতিবন্ধকতা দূর করুন: মির্জা ফখরুল

বিএনপির ১০ ডিসেম্বরের (শনিবার) ঢাকা বিভাগীয় গণসমাবেশ শান্তিপূর্ণভাবে পালনে সব প্রতিবন্ধকতা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, অবিলম্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশ প্রত্যাহার করতে হবে, গ্রেফতারকৃত সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি, গায়েবি ও মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতারের নামে হয়রানি ও তল্লাশি বন্ধ করতে হবে। আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করতে সব প্রতিবন্ধকতা দূর করতে হবে। অন্যথায় সব দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’

দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে স্থায়ী কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন—ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

লিখিত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘দলের পক্ষ থেকে নয়া পল্টন সড়কে গণসমাবেশ করার বিষয়ে বারবার অবহিত করা হলেও সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যান, টঙ্গীর ইজতেমা ময়দান, পূর্বাচলের বাণিজ্যমেলা মাঠে করার জন্য চাপ দিতে থাকে। এমন অবস্থায় বিএনপির পক্ষ থেকে এসব মাঠ ছাড়া ঢাকা শহরে অন্য কোনও গ্রহণযোগ্য স্থানে গণসমাবেশ করার স্থান নির্ধারণের জন্য ডিএমপিকে আহ্বান জানানো হয়।’

উল্লেখ্য, আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন—সরকার শান্তিপূর্ণ সমাবেশের পক্ষে। সোহরাওয়ার্দী উদ্যান না হলে কালশী মাঠে সমাবেশ হতে পারে বলেও জানান তিনি।