পল্টন নাইটিঙ্গেল এলাকা থেকে তিনজন গ্রেফতার

মহিলা দলের দুইজন সদস্য ও কয়েকজন বিএনপিকর্মী নয়াপল্টন এলাকায় নাইটিঙ্গেল মোড়ে বিএনপি কার্যালয়ের দিকে রওনা হলে তারা পুলিশের বাধার মুখে পড়ে। এসময় মোড়ে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে তারা। এসময় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে একজন  বিএনপির রূপগঞ্জ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক সরফরাজ।

শুক্রবার ( ৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। যুবদলের কর্মী গ্রেফতারের ঘটনা নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-কমিশনার আবুল হাসান।

এসময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার জন্য নাইটিঙ্গেল মোড়ে আসে নারায়ণগঞ্জ ফতুল্লা থানার মহিলা দলের কর্মী সালেহা ও রাঙামাটি জেলা মহিলা দলের সভাপতি নুরজাহান বেগম পারুল, আল আমিন ও নাজমুল আটক করা হয়।

পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আবুল হাসান বলেন, গত বুধবার নয়াপল্টন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটায় আশপাশে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

এছাড়া নয়াপল্টনের আশেপাশের এলাকায় এসে যেসব বিএনপিকর্মী পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে পুলিশ আটক করছে।