X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নয়া পল্টন থেকে দেড় মাস পর মিছিল বের করবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২৩, ১৯:০৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ২২:২৪

বিজয় দিবস উপলক্ষে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় শোভাযাত্রা বের করবে বিএনপি। গত ২৮ অক্টোবরে দলীয় মহাসমাবেশ পণ্ড হওয়ার ৪৮ দিন পর দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে এই বিজয় শোভাযাত্রা শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হবে।

এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয় দলের পক্ষ থেকে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে ভার্চুয়াল এক ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।

দুপুরে বিজয় শোভাযাত্রার আগে ওই দিন সকাল ৭টায় ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের উদ্দেশ্যে বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা রওনা করবেন। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন দলের নেতাকর্মীরা।

তবে নয়া পল্টন থেকে মিছিল বের করার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে অনুমতির বিষয়ে এখনও কিছু বলা হয়নি।

এখন পর্যন্ত বিএনপিকে অনুমতির বিষয়ে ইতিবাচক কোনও সিদ্ধান্ত হয়নি জানিয়ে শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. খ. মহিদ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি। নির্বাচন ঘিরে ব্যস্ততা আমাদের। বিএনপিকে র‌্যালি করার অনুমতি এখনও দেওয়া হয়নি। তারপরও কোনও সিদ্ধান্ত এলে জানানো হবে। অনুমতি না নিয়ে কোনও কিছু করলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে ডিএমপি।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর দলীয় মহাসমাবেশে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বিএনপির সমাবেশ পণ্ড হলে বিকাল থেকেই দলটির কার্যালয় নিয়ন্ত্রণে নেয় পুলিশ। ঝুলিয়ে দেওয়া হয় তালা। পরদিন ২৯ অক্টোবর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট বিএনপি কার্যালয়ের তিন দিকে ‘ডু নট ক্রস: ক্রাইম সিন’ লেখা হলুদ ফিতা টানিয়ে দিয়ে আলামত সংগ্রহ করে। এরপর থেকে ৪৭ দিন ধরে সেখানে অবস্থানে আছে পুলিশ।

বিএনপির কার্যালয় তালাবদ্ধ এবং সামনে পুলিশের উপস্থিতি থাকলেও গত ১৪ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আমরা বিএনপির কার্যালয়ে তালা মেরে রাখিনি। তাদের কার্যালয়ে তারা যেকোনও সময় আসতে পারবে। এতে আমাদের কোনও বাধা নেই। তবে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন থাকবে।

এই বক্তব্যের পরদিন ১৫ নভেম্বর সকালে বিএনপির ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিন বিএনপি কার্যালয়ের সামনে কয়েকজন কর্মী জড়ো হয়ে স্লোগান দিতে থাকলে পল্টন থানা পুলিশ তাদের আটক করে।

/জেডএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
সর্বশেষ খবর
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম