জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য: নোমান

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, জনতার ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা কাজ করছি, আন্দোলন করছি।

রবিবার (১৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘মুক্তিযুদ্ধ করে যেভাবে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি সেভাবে লড়াই করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। অর্থনৈতিকভাবে দেশ এখন কঠিন পরিস্থিতির মধ্যে আছে। দেশের অধিকাংশ মানুষ এখন না খেয়ে থাকে। তাই যেভাবে মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, সেভাবে আরেকটি কঠিন আন্দোলন করে এ দেশের মানুষ সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়।’

তিনি বলেন, ‘দেশের রক্ষকরা আজ ভক্ষক হয়ে গেছে। তারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এ দেশে সাধারণ জনগণ সেই রক্ষকদের বিচার চাই। আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিচার করতে চাই।’

তার মন্তব্য, ‘দেশের জনগণ চায় ছোট-বড় যেসব সংগঠন সভা-সমাবেশ করছে তারা আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে উৎখাত করুক। এই জায়গায় কোনও আপস চলবে না। এই জায়গায় কোনও নমনীয় ভূমিকা রাখলে সফল হওয়া যাবে না।’

সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, ঢাকার সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।