ভৈরবে ট্রেন দুর্ঘটনার তদন্ত দাবি মির্জা ফখরুলের

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারোসিন্ধুর সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৭ জন নিহত (রাত ৮টা পর্যন্ত) ও অসংখ্য যাত্রী আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিন রাত ৮টার দিকে এক শোক বাণীতে বিএনপি মহাসচিব এ ঘটনায় অবিলম্বে তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানান। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শোকবানীর বিষয়টি উল্লেখ করে বলেন, বিএনপি মহাসচিব অবিলম্বে আহতদের সুচিকিৎসা, ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন। নিহতদের পরিবারের স্বজনদের প্রতি সমবেদনা ও তাদের অবিলম্বে সহযোগিতা করার দাবি জানিয়েছেন। 

বাণীতে মির্জা ফখরুল দ্রুততার সঙ্গে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের আহ্বান জানিয়েছেন।