ছাত্রদল নেতা খোকনকে মারধর করে পুলিশে দেওয়ার অভিযোগ

ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে মারধর করে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত রাতে মগবাজার মাজারের সামনে এ ঘটনা ঘটে।

বুধবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

রিজভী বলেন ‘গতকাল রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনকে নির্যাতন করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগের ক্যাডাররা। হাতিরঝিলের বাসা থেকে নিচে নেমে এলে ওৎ পেতে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীরা ফজলুর রহমান খোকনের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারধর করে। পরে রক্তাক্ত খোকনকে পুলিশের হাতে তুলে দেয়।’

তিনি বলেন, ‘ফজলুর রহমান খোকনের ওপর আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তার ওপর নির্যাতনকারী দৃশ্যমান সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে এবং তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’