X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৫, ২০:০০আপডেট : ০৯ মে ২০২৫, ২০:০০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। তাই অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক।

শুক্রবার (৯ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ভোটাধীকার প্রতিষ্ঠা, আত্মমর্যাদা, দেশ-বিদেশের সম্পদ রক্ষা ও আগামী নির্বাচন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমাদের ১ কোটিরও বেশি রেমিট্যান্স যোদ্ধা রয়েছে। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। বিগত ১৭ বছর ধরে এ দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। বর্তমানে ড. ইউনূসের নেতৃত্বে সংস্কার চলছে। আশা করবো, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেবে।

তিনি বলেন, বিগত সরকারের আমলে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী গুম ও খুনের শিকার হন। অনেক ছাত্র-জনতা জীবন দিয়েছে; যার মাধ্যমে আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি।

তিনি আরও বলেন, আজ যে রেমিট্যান্স যোদ্ধারা আছেন, তার জন্য প্রথম উদ্যোগ নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গার্মেন্টস সেক্টর যে আজ অর্থনীতিতে অবদান রাখছে, তাও জিয়াউর রহমানের জন্যই হয়েছিল। এ জন্য মুক্তিযুদ্ধের পাশাপাশি তাকে আজীবন স্মরণ করা দরকার।

ডা. জাহিদ বলেন, আজ আওয়ামী লীগকে মানুষ দেখতে পারছে না। তারা তাদের অপকর্মের ফল পাচ্ছে। এই আওয়ামী লীগের জনগণের জন্য কোনও দায়বদ্ধতা ছিল না বলে বিগত আমলে কোনও ভোট হয়নি। আওয়ামী লীগ যে কাজ করেছে তার প্রায়শ্চিত্ত অবশ্যই তাদের করতে হবে। যে ঐকমতের ভিত্তিতে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়েছে সেই ঐক্যমত আমাদের ধরে রাখতে হবে। বর্তমান সরকারকে বলবো, যে কারণে নির্বাচন বিলম্বিত হচ্ছে জনগণ তা চায় না। জনগণ চায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। তাই অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক।

প্রবাসী পরিবার ২৪ এর সমন্বয়ক জাহাঙ্গীর আলম মিন্টুর সভাপতিত্বে সভায় আরও ছিলেন– যুক্তরাজ্য বিএনপির সভাপতি বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা এম এ মালিক, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম জাকারিয়া প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
‘আ.লীগ নিষিদ্ধ হবে কিনা, বিএনপি নয় জনগণ ঠিক করবে’
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম
নির্বাচন বিলম্বিত হলে জনগণ রাস্তায় নামবে: ফারুক
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের