শরীর এখন মাচ বেটার, ২৩ মার্চ ফিরবো আশা করি: মির্জা ফখরুল

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। তিনি বলেন, ‘শরীর ভালো। আগের চেয়ে মাচ বেটার।’

বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। গত ৪ মার্চ শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসা নিতে সস্ত্রীক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। বিদায়ী বছরের ২৯ অক্টোবর সকালে গুলশানের নিজ বাসা থেকে গ্রেফতারের পর গত ১৫ ফেব্রুয়ারি কারাগার থেকে বের হন তিনি। এরপর থেকেই তাকে লাঠি হাতে চলতে দেখা যায়। জেল থেকে বেরিয়ে দুই দফায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ নেন মির্জা ফখরুল।

সিঙ্গাপুরে দুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মির্জা ফখরুল। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও সেখানে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবারও (২১ মার্চ) রাহাত আরার অ্যাপয়েনমেন্ট রয়েছে বলে জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘আশা রাখি সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ মার্চ ঢাকায় ফিরবো।’

প্রসঙ্গত, দলের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, আগামী ২৫ মার্চ সম্ভাব্য মুক্তিযোদ্ধা সমাবেশ, দলের রাজনীতিক ও কূটনীতিকদের সম্মানে ইফতারে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

আরও পড়ুন:

কেমন আছেন মির্জা ফখরুল, কী নির্দেশনা শীর্ষ নেতৃত্বের