বিএনপির ইফতার পার্টি গণনায় সরকার লোক নিয়োগ করেছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পবিত্র রমজান মাসে বিএনপি কতগুলো ইফতার পার্টি করেছে তা গণনার জন্য সরকার লোক নিয়োগ করেছে। রমজানের পবিত্রতা বজায় রাখতে বিএনপি ইফতার মাহফিলে বিশ্বাস করে।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগের দিন গণভবনে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিএনপি রমজান মাসে ১ হাজার ইফতার পার্টি করেছে।’

রিজভী বলেন, ‘ঈদ মানে আনন্দ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ আনন্দ উপভোগ করতে পারেনি। উন্নত মানের খাবার কেনা হয়নি। অত্যন্ত কষ্টে দিন যাপন করছে দেশের মানুষ।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের এত নিপীড়ন ও নির্যাতনের পরও বিএনপি নিপীড়িত জনগণের পাশে দাঁড়িয়েছি। যত নির্যাতন-হুমকিই আসুক গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে।’

ব্রিফিংকালে দফতরে সংযুক্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।