জনপ্রত্যাশার দেশ গড়তে দোয়া চাইলেন তারেক রহমান

জনপ্রত্যাশার দেশ গড়তে সবার দোয়া কামনা করে বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘গত ৫ আগস্ট বাংলাদেশে যে রাজনৈ‌তিক প‌রিবর্তন হয়েছে, তারপর সাধারণ মানুষের প্রত্যাশার যে বাংলাদেশ, তা গঠনে আমরা সক্ষম হবো।’

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে পূর্ব লন্ডনের ব্রিকলেন মস‌জিদে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত‌্যুবার্ষিকী উপলক্ষে আয়ো‌জিত দোয়া ও মিলাদ মাহ‌ফিল শেষে তি‌নি এসব কথা বলেন।

তারেক রহমান তার মরহুম ছোট ভাইয়ের জন্য দোয়া চেয়ে বলেন, ‘আজ আমার ছোটভাই আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী। আমি তার রুহের মাগফেরাতের জন্য আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি। একইসঙ্গে আমার মা (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া) এখানে এসেছেন চিকিৎসার জন্য। আমি তার সুস্থতার জন্যও সবার দোয়া চাইছি।’

এসময় একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এই দেশ ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ, মু‌ক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, দেশ স্বাধীন করার জন‌্য জীবন দিয়েছেন, তা‌দের‌ও আমা‌দের আজকের দোয়ায় আমরা শা‌মিল রাখবো।’

গণতন্ত্র বাংলাদেশের মানুষের প্রত‌্যাশা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘যে স্বৈরাচার ৫ আগস্ট পা‌লিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের সময়ে বিগত ১৫ বছর বিএন‌পিসহ অন‌্যান‌্য বিরোধীদলের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন। এর বাইরে বহু মানুষ বি‌ভিন্নভাবে অত‌্যাচা‌রিত, নির্যা‌তিত হয়েছেন।’

যুক্তরাজ্য বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা

এসময় গত জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদেরও স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, ‘বিগত জুলাই-আগস্ট আন্দোলনের সময় বহু মানুষ দলমত নি‌র্বিশেষে শহীদ হয়েছেন। প্রায় দুই হাজা‌রের মতো মানুষকে হত‌্যা করে‌ছিল পা‌লিয়ে যাওয়া স্বৈরাচার। ৩০ হাজা‌রের ম‌তো মানুষ আহত হন, আক্রান্ত হন। আসুন আমরা আজ তা‌দের সবার জন‌্য দলমত নি‌র্বিশেষে খাস দিলে দোয়া ক‌রি।’

তিনি বলেন, ‘যে প্রত‌্যাশা নি‌য়ে দে‌শের মানুষ নি‌জের দেশ‌কে এক‌টি ভালো জায়গায় দেখার জন‌্য ভ‌বিষ‌্যতের দি‌কে তা‌কি‌য়ে আ‌ছে, আল্লাহ যা‌তে আমা‌দের সেই তৌ‌ফিক দেন। আমরা যারা বেঁচে আ‌ছি, তারা যেন প্রত্যেকে সেই প্রত‌্যা‌শিত বাংলা‌দেশ গ‌ড়ে তুল‌তে অবদান রাখতে পা‌রি।’

পরে রা‌ত সা‌ড়ে ৯টার পর নি‌জে গা‌ড়ি চা‌লি‌য়ে সেন্ট্রাল লন্ড‌নের দ‌্যা লন্ডন ক্লি‌নিক থে‌কে মা খালেদা জিয়া‌কে নি‌য়ে কিংস্টনের বাসায় ফেরেন তা‌রেক রহমান। এসময় তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানসহ প‌রিবা‌রের সদস‌্যরা সঙ্গে ছি‌লেন।