শ্রমিক দলের সমাবেশ ঘিরে উৎসবমুখর নয়াপল্টন

মে দিবস ঘিরে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে উৎসবে মেতে উঠেছেন নেতাকর্মীরা। বেলা ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা। অনেকে ব্যান্ড ও মিউজিকের তালে তালে সমাবেশে যোগ দিয়েছেন। কেউবা দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে এসেছেন। শ্রমিক দলের কর্মসূচি হলেও বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত রয়েছেন।

মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) শিল্পীরা।

494819960_1330475654925193_8297219499803785851_nঢাকার প্রতিটি ওয়ার্ড ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মীরাও সমাবেশে অংশ নেন। এ সময় নয়াপল্টন থেকে কাকরাইল, নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুলসহ আশপাশের সড়ক লোকে লোকারণ্য হয়ে যায়।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখার কথা রয়েছে।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শ্রমিক দলের উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা। 494814731_1004844118295074_6324373574859024673_n