বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, কয়েক মাস আগেই প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছে বিএনপি।
রবিবার (১১ মে) দুপুরে রাজধানীর মাতৃভাষা ইনিস্টিউটে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত প্রস্তাবের ওপর এই আলোচনার আয়োজন করা হয়।
সালাহউদ্দিন বলেন, ‘বিএনপিকে শাহবাগে গিয়ে কথা বলতে হবে কেন। আওয়ামী লীগের বিচার নিয়ে কয়েক মাস আগে বিএনপির পরামর্শ আমলে নিলে এমন বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো না।’
তিনি বলেন, ‘ঐতিহাসিক ঘটনাকাল বাংলাদেশে হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগের বিচার অন্তর্ভুক্ত করায় সরকারকে স্বাগত জানাই। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জাতির আকাঙ্ক্ষার প্রতি বিএনপির শ্রদ্ধা।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়াতন্ত্র করেছে। দলটির বিচারে যাতে দেশি-বিদেশি কেউ প্রশ্ন তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে।’
শিগগিরই নির্বাচনি রোডম্যাপ ঘোষণা না করলে দেশে আবারও বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন সালাহউদ্দিন।
বড় ভলিউমের সংবিধান থাকলেই সমৃদ্ধ দেশ হয় না উল্লেখ করে তিনি বলেন, ‘সংবিধান রোগাক্রান্ত হয়েছে, দলীয়করণ হয়েছে, সেটি সংশোধনের মাধ্যমেই ঠিক করা সম্ভব। এর জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন নেই।’