রাজনৈতিক উদ্দেশ্যে আমিরের বিরুদ্ধে জঙ্গিবাদের অপবাদ, দাবি জামায়াতের

জামায়াতের ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান অভিযোগ করেছেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করার জন্যই জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। হীন রাজনৈতিক উদ্দেশ্যে তাকে জঙ্গি সম্পৃক্ততার অপবাদ দিয়ে ঘৃণ্য ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে।’

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকালে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, ‘জামায়াতের বিরুদ্ধে বহুবার জঙ্গিবাদের অভিযোগ আনা হয়েছে। কিন্তু তা মিথ্যা প্রমাণিত হয়েছে। কারণ জঙ্গিবাদের সঙ্গে জামায়াতের কোনও সম্পৃক্ততা অতীতেও ছিল না এবং বর্তমানেও নেই।’

কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী উত্তরের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সেলিম উদ্দিন।

আরও পড়ুন: