X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

জঙ্গি সংশ্লিষ্টতার মামলায় গ্রেফতার দেখানো হলো জামায়াতের আমিরকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২২, ১৫:৪৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৭:০৩

জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে জঙ্গি সংশ্লিষ্টতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গত ৯ নভেম্বর তার ছেলে ডাক্তার রাফাত সাদিককে যে মামলায় গ্রেফতার দেখানো হয়, সেই একই মামলায় শফিকুর রহমানকেও গ্রেফতার দেখিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মিন্টো রোড ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ভোরে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত ৯ নভেম্বর ডা. শফিকুর রহমানের ছেলে ডাক্তার রাফাত সাদিককে তার এক সহযোগীসহ সিলেট থেকে গ্রেফতার করে সিটিটিসি। এরও আগে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার তিন সদস্যকে যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে ডাক্তার রাফাত সাদিকের নাম পাওয়া যায়।

সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান

আসাদুজ্জামান বলেন, ২০২১ সালের জুন মাসে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে কথা বলে জঙ্গি প্রশিক্ষণ থেকে ফেরত আসে তার ছেলে রাফাত। পরে রাফাত তার সহযোগীদের চট্টগ্রাম থেকে সিলেট ও ঢাকায়  ফিরিয়ে আনে। তবে সিলেটের বাসায় রাফাত তার সহযোগীদের নিয়ে বিভিন্ন সময় দাওয়াতি কাজ করতো। এ বিষয়ে ডাক্তার শফিকুর রহমান জানতেন।

সিটিটিসি প্রধান আরও দাবি করেন, বান্দরবানের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় কুকিচিনের ক্যাম্পে রাফাতের যাওয়ার পেছনে সমর্থন ছিল তার বাবা শফিকুর রহমানের। বিষয়টিতে সম্পৃক্ততা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এখন পর্যন্ত জামায়াতের সঙ্গে জঙ্গিদের কোনও কানেকশন আছে কিনা জানা যায়নি। সেটা জানার চেষ্টা করা হচ্ছে।

জামায়াতের আমিরকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। তিনি বলেন, তাকে রিমান্ডে নিলে বিস্তারিত জানা যাবে। মামলার তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) রিমান্ডের আবেদন করেছে।

এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে শফিকুর রহমানকে গ্রেফতার করে সিটিটিসি ইউনিট। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন জানান, কোন মামলায় জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে তা পরে জানানো হবে।

 

 

আরও পড়ুন-

জামায়াতের আমির গ্রেফতার

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ‘জামায়াত আমিরের ছেলে’ গ্রেফতার

ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই আমিরের ছেলে রাফাতকে গ্রেফতার, দাবি জামায়াতের

বিএনপির সঙ্গে মিল রেখে ১০ দফা দাবি জামায়াতের, ২৪ ডিসেম্বর গণমিছিল

১০ দফা দাবি তুলে পরবর্তী কর্মসূচির ঘোষণা বিএনপির

‘দিক-নির্দেশনা’ না পেয়ে হতাশ বিএনপির কর্মীরা

বিএনপির ১০ দফা জঙ্গিবাদের পক্ষে কালো দলিল: ইনু

জামায়াতের নতুন আমির ডা. শফিকুর

 

/এএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
নব্য জেএমবি’র সদস্য মিলনের দোষ স্বীকার
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের ধরপাকড়
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!