প্রতিষ্ঠাবার্ষিকীতে ৯ দফা দাবি ছাত্রশিবিরের

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ৯ দফা সম্বলিত আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানান তিনি। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতারা।

লিখিত বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, "ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ করে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জনের মধ্য দিয়ে ছাত্রশিবির ইতোমধ্যেই দেশবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। তবে চূড়ান্ত বিজয় এখনও সূচিত হয়নি। সেই বিজয় নিশ্চিত করতে হলে মেধা ও সততার সমন্বয় প্রয়োজন। প্রয়োজন নিরবচ্ছিন্ন সংগ্রাম, অবিচল প্রতিজ্ঞা।

‘লক্ষ্য আমাদের একটিই- শান্তি, সম্প্রীতি ও ইনসাফের নতুন বাংলাদেশ। সে দেশ হবে আপনার, আমার, প্রত্যেকের। আমাদের সবার বাংলাদেশ। এই বিষয়কে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে।" র‍্যালি, এতিম শিক্ষার্থীদের নিয়ে প্রীতিভোজসহ একাধিক কার্যক্রম থাকবে সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে।

দফাগুলো হলো—

১. শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণে অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠন করা।

২. শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া।

৩. জুলাই গণহত্যা, ২৮ অক্টোবর, পিলখানা ও শাপলা চত্বরসহ সকল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারকার্য দ্রুত শেষ করা।

৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং আহতের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করা।

৫. দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং সকল ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়া।

৬. রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা।

৭. দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দেশে আইনের শাসন নিশ্চিত করা।

৮. বিগত ১৫ বছরে দায়ের করা সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তি দেওয়া এবং

৯. ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় সকল রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের সমন্বয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা।