‘জাতীয় পার্টি আগামী নির্বাচন উপলক্ষে কোনও প্রার্থীতালিকা করেনি’

 

জাতীয় পার্টিআগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী তালিকা নিয়ে কয়েকটি মিডিয়ায় মনগড়া খবর প্রকাশিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়। তিনি বলেন, ‘পার্টির পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে, ওই ধরনের কোনও তালিকা আদৌ তৈরি করা হয়নি। আর জাতীয় পার্টির প্রার্থী তালিকা অন্য কোনও দলের কাছে পৌঁছে দেওয়ার তো প্রশ্নই ওঠে না।’  শনিবার বিকালে পাঠানো প্রতিবাদলিপিতে তিনি এসব কথা বলেন।

সুনীল শুভরায় বলেন, ‘জাতীয় পার্টির মধ্যে একটা বিভ্রান্তি  সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়ে ওই ধরনের বানোয়াট খবর প্রচার করা হয়েছে। ওই সব মিথ্যা খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য পার্টির সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রতিবাদলিপিতে বলা হয়, ‘পার্টির পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ঘোষণা অনুযায়ী জাতীয় পার্টির ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি গ্রহণ করছে। সেই লক্ষ্যে চেয়ারম্যানের নির্দেশ অনুসারে যারা নির্বাচন করতে আগ্রহী, সেই সব প্রার্থীদের নাম  ও জীবন বৃত্তান্ত জমা নেওয়া হয়েছে। তাতে দেখা গেছে, প্রতি আসনে জাতীয় পার্টির গড়ে ৩ জন প্রার্থী নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। প্রত্যেক জেলা কমিটির মাধ্যমে তাদের নাম কেন্দ্রে জমা হয়েছে। নির্বাচনের সিডিউল ঘোষণার পর জাপার প্রত্যেক আগ্রহী প্রার্থীকে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে।’

জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি জানান, জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ডে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মধ্য দিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। এর বাইরে আর কোনও প্রক্রিয়ায় পার্টির প্রার্থীতালিকা তৈরি সুযোগ নেই। সুতরাং এই নিয়ে আর কোনও বিভ্রান্তির সুযোগ থাকবে না। ’

/এসটিএস/এমএনএইচ/