আর কোনও জোট গঠনের প্রশ্নই ওঠে না: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ (ফাইল ছবি)বাংলা ট্রিবিউনকে ‘কোনও জোটে যাওয়ার ১ পার্সেন্ট সম্ভাবনাও নেই’ বলার একদিন পরেই বিবৃতি দিয়ে এবার নিজের অবস্থান পরিস্কার করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির সঙ্গে অন্য কোনও দলের জোট গঠন সম্পর্কে কিছু বিভ্রান্তিরকর খবর প্রকাশিত হবার প্রেক্ষিতে আমি সুস্পষ্টভাবে জানাতে চাই যে, আমার নেতৃত্বে যে সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) গঠিত হয়েছে তার বাইরে আর কোনও জোট গঠনের প্রশ্নেই ওঠে না।’
বিবৃতিতে এরশাদ বলেন, ‘আমার জোটে অন্যকোনও দলকে অন্তর্ভূক্ত করতে হলে সে বিষয়ে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।’
ইতিপূর্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম বৈঠকে সম্মিলিত জাতীয় জোট গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে উল্লেখ করে দলীয় প্রধান বলেন, ‘আমরা ২টি নিবন্ধিত দল এবং ৩৪ দলের সমন্বিত জাতীয় ইসলামী মহাজোট ও ২২ দলের সমন্বিত বাংলাদেশ জাতীয় জোটকে (বিএনএ) নিয়ে সম্মিলিত জাতীয় জোট গঠন করেছি। এই জোট নিয়ে দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার হয়েছে। এই জোটকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত জাতীয় জোট ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি গ্রহণ করছে জানিয়ে তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টিসহ জোটের অন্য শরিকরা জোটগতভাবে এবং নিজ নিজ সংগঠনগত ভাবেও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছে। আমাদের জোট সম্পর্কিত কোনও তথ্য জোটের মুখপাত্র জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানাতে পারবেন।’
আরও পড়ুন: বাংলা ট্রিবিউনকে এরশাদ: কোনও জোটে যাওয়ার ১ পার্সেন্ট সম্ভাবনাও নেই

/এসটিএস/এমও/