আগামী নির্বাচনে জয়ী হয়ে জাপা সরকার গঠন করবে: এরশাদ

আগামী নির্বাচনে জয়ী হয়ে জাতীয় পার্টি সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। শনিবার (২৪ মার্চ) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে তিনি একথা বলেন।

সমাবেশে বক্তব্য রাখছেন এরশাদ (ছবি: নাসিরুল ইসলাম)বক্তব্যের শুরুতেই এরশাদ বলেন, ‘আজ এই জনসমুদ্রে আমি হাজির হয়েছি আপনাদের কাছে একটি বার্তা পৌঁছে দিতে। এ বার্তা ইতিহাস গড়ার, ইতিহাস সৃষ্টি করার। আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করার।’
ঢাকার বাইরে যান তাহলেই বুঝবেন দেশ কতটা উন্নয়নশীল হয়েছে উল্লেখ করে এরশাদ বলেন, ‘আজ দেশে কারও জীবনের নিরাপত্তা নেই। সবাই আতঙ্কের মধ্যে দিনযাপন করছে।’ এ সময় সমাবেশ প্রসঙ্গে এরশাদ বলেন, ‘বাধা দেওয়া হচ্ছে। ঢাকা শহর আজ অবরুদ্ধ করে রাখা হয়েছে। সব রাস্তা বন্ধ। মানুষ চলাচল করতে পারছে না। এতেই প্রমাণিত হয়েছে জাপা আছে জাপা আগামীতে থাকবে।’

সমাবেশে জাপার কো চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘রাজপথে রক্তপাত না থাকলেও মানুষের মনে রাজনৈতিক অস্থিরতা রয়েছে। দেশে সুশাসনের অভাব রয়েছে। কোটি কোটি মানুষ মাদকাসক্ত। অর্থনৈতিক মন্দাও বিরাজ করছে।’ দেশে বিনিয়োগ হচ্ছে না বলেও অভিযোগ করেন সাবেক এই মন্ত্রী।

ব্যাংক খাতে লুটপাট হচ্ছে বলেও অভিযোগ করেন দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার। তিনি বলেন, ‘এখনও আমাদের দলের চেয়ারম্যানের মামলা প্রত্যাহার হয়নি। তাকে আদালতে হাজিরা দিতে হচ্ছে।’

শনিবার দুপুর সোয়া ১২টায় মহাসমাবেশে এরশাদ বক্তব্য রাখা শুরু করেন, সাড়ে ১২টায় তিনি বক্তব্য শেষ করেন। লিখিত বক্তব্যে এরশাদ ১৮ দফা পেশ করেন এবং ২৮টি বার্তা দেন।

শনিবার সকাল থেকেই জাতীয় পার্টির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করে। ঢোল-তবলা, ব্যানারসহ ব্যাপক উৎসাহে তাদের সমাবেশে যোগ দিতে দেখা যায়। সমাবেশ সঞ্চালনা করেন জাপা’র ঢাকা উত্তর শাখা প্রেসিডেন্ট ফয়সাল চিশতি। মঞ্চে অন্যদের মধ্যে ছিলেন- বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাপা’র কো-চেয়ারম্যান জিএম কাদের, সেক্রেটারি রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আনিসুল ইসলাম মাহমুদ। সম্মিলিত ইসলামি জোটের নেতাদেরও মঞ্চে দেখা যায়।