অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই: শাফিন আহমেদ

নির্বাচনি প্রচারে শাফিন আহমেদভোটারদের সম্মান রক্ষার্থে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ। তিনি বলেন, ‘আশা করি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন।’

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের সামনে নির্বাচনি প্রচারকালে তিনি এ কথা বলেন।

ঢাকার উন্নয়নের পথিকৃত হুসেইন মুহম্মদ এরশাদ দাবি করে তিনি বলেন,  ‘পান্থপথ, বেড়িবাঁধ, রোকেয়া সরণী, আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে সব উন্নয়নে তার ছোঁয়া লেগে আছে। তাই রাজধানীর উন্নয়ন ভাবতে গেলেই এরশাদের অবদান স্মরণ করতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান জয়, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিল্টন মোল্লা প্রমুখ।