রাজনীতি আজ ব্যবসায়ীদের কাছে জিম্মি: জিএম কাদের





জাপার ইফতার মাহফিলে মঞ্চে দলের শীর্ষনেতারাব্যবসায়ীরা রাজনীতিতে অর্থলগ্নি করে কড়াই-গণ্ডায় তার ফায়দা তুলে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘রাজনীতি আজ ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। সাধারণ মানুষ এ ধরনের রাজনীতি থেকে মুক্তি চায়।’ সোমবার (২৭ মে) বিকালে রাজধানীর কাকরাইলস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাপা আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘রাজনীতির গুণগত পরিবর্তন প্রয়োজন। জাতীয় পার্টি সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।’

উপস্থিত নেতাকর্মীদের ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে জাপার এই নেতা বলেন, ‘আগামীতে জাপায় কেউ একক নেতৃত্ব দেবে না। সবার মত নিয়ে পার্টি চলবে। সব সিদ্ধান্ত ও কর্মসূচি ঠিক করা হবে সবার সমন্বয়ে। দলের সফলতা-ব্যর্থতাও হবে সবার।’

জিএম কাদের বলেন, ‘ব্যক্তিস্বার্থ উৎসর্গ করে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করতে হবে। আর যেসব তরুণ এই লক্ষ্য সামনে রেখে রাজনীতি করছেন, তাদেরই জাপার নীতি-নির্ধারণী-পর্যায়ের নেতৃত্বে নিয়ে আসা হবে।’

ত্যাগী নেতাকর্মীদের ভবিষ্যতে দলের রাজনীতিতে মূল্যায়ন করা হবে উল্লেখ করে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘যারা ব্যক্তি স্বার্থকে গুরুত্ব না দিয়ে জাপা রাজনীতির মাঠে ছিল। যারা ক্রিম খেতে রাজনীতিতে আসেন, ভবিষ্যতে তাদেরই মূল্যায়ন করা হবে।’ টাকা বা অস্ত্র নয়, মানুষের ভালোবাসার শক্তি দিয়ে জাপা এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।