কাঁচা চামড়া বিদেশে রফতানি করা উচিত: জিএম কাদের

জি এম কাদের, ফাইল ছবি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘কাঁচা চামড়া বিদেশে রফতানি করা উচিত। চামড়া ব্যবসায়ীদের প্রতিযোগিতা করেই ব্যবসা করতে হবে।’

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

২৩ আগস্ট হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি নিয়ে পার্টির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

জিএম কাদের বলেন, ‘সরকার যদি চামড়া ব্যবসায়ীদের ইনসেনটিভ দিতে চায় তা অন্যভাবে দিতে পারে। তবে গরিব ও এতিমদের হক নষ্ট করে সুবিধা দেওয়া ঠিক নয়।’ 

তিনি বলেন, ‘কোরবানির সময় অনেক বেশি চামড়া বিক্রেতা থাকে। কাঁচা চামড়া বেশি দিন রাখা যায় না। আবার বিদেশেও রফতানি করতে দেওয়া না হলে মুষ্টিমেয় ক্রেতাদের কাছেই এগুলো বিক্রি করতে হয়।’

বৈঠকে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফয়সল চিশতী, সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল প্রমুখ।