বিরোধীদলীয় নেতা নির্বাচন: রবিবার জাপার সংসদীয় দলের সভা ডেকেছেন রওশন



জাপা-রওশনজাতীয় পার্টির (জাপা) সংসদীয় দলের সভা রবিবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় সংসদ ভবনের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় বিরোধীদলীয় নেতা নির্বাচন করা হবে বলেও জানানো হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রওশন এরশাদ এক নোটিশের মাধ্যমে এই সভা ডেকেছেন।  

নোটিশে রওশন এরশাদকে জাপার চেয়ারম্যান উল্লেখ করা হয়েছে।

69907637_393220494729736_563050949577277440_n

রওশন এরশাদ স্বাক্ষরিত এ নোটিশে  দলের সব সংসদ সদস্যকে সভায় উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়েছে। অন্যসব সদস্যের মতো জাতীয় পার্টির ‘চেয়ারম্যান’ গোলাম মোহাম্মদ কাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠকে দুটি এজেন্ডার কথা বলা হয়েছে। এগুলো হলো—বিগত সভার সিদ্ধান্ত পাঠ, দৃঢ়ীকরণ ও জাপার সংসদীয় দলের নেতা নির্বাচন।