ঢাকা-১০ আসনে উপনির্বাচন

ভোট চুরির শঙ্কা দূর করার দাবি জাপা প্রার্থী শাহজাহানের

ভোট চুরির শঙ্কা দূর করার দাবি জাপা প্রার্থী শাহজাহানের

ভোটারদের কেন্দ্রমুখী করতে তাদের মন থেকে ভোট চুরির শঙ্কা দূর করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাজী মো. শাহজাহান। তিনি বলেছেন, ‘ভোটাররা সুষ্ঠু ভোটের নিশ্চয়তা চান। তারা মনে করে জনগণের ভোটের কোনও মূল্য নেই।’ শুক্রবার (৬ মার্চ) দুপুরে জিগাতলা গফতলা জামে মসজিদে জুম্মার নামাজ শেষে প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

ভোটারদের উদ্দেশে মো. শাহজাহান বলেন, ‘আপনারা দলবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে গেলে কেউ ভোট চুরি করার সাহস পাবে না।’ এসময় তিনি টালী অফিস রোড, মিতালী রোড, শের-ই বাংলা রোড, ১৫ নং স্টাফ কোয়ার্টার, গফতলা মসজিদ রোড, জিগাতলা কাঁচাবাজার এলাকায় লাঙ্গল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন। এসময় তার সঙ্গে জাতীয় পার্টির শিল্প বিষয়ক সম্পাদক ইসহাক ভূইয়া, মহানগর নেতা মোস্তাইন বিল্লাহসহ স্থানীয় জাপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।