মন্দির নির্মাণে এরশাদের সহায়তা সর্বজনবিদিত: জিএম কাদের

গোলাম মোহাম্মদ কাদেরমন্দির নির্মাণ ও সংস্কারে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের আন্তরিক সহায়তা সর্বজনবিদিত ছিল বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘১৯৫০ সালে সাম্প্রদায়িক দাঙ্গার পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে জন্মাষ্টমীর শোভাযাত্রা বন্ধ হয়ে যায়। কিন্তু প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের আমলে দীর্ঘ ৩৯ বছর পর ১৯৮৯ সালে আবারও জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা বের হয় ঢাকায়।’

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব সনাতন ধর্মাবলম্বীদের অভিনন্দন জানিয়ে রবিবার (২৫ অক্টোবর) এক বাণীতে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আবহমানকাল ধরে দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় দুর্গাপূজা উদযাপন করে। শুধু হিন্দু সম্প্রদায় নয়, সার্বজনীন দুর্গোৎসবে এ দেশের মুসলিম-বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ও অংশ নেয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশে বিরাজমান হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে। আরও সুসংহত হবে অসাম্প্রদায়িক চেতনা।’

সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে উৎসবে যোগ দিতে সবার প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।