‘আ. লীগ-বিএনপির দুর্নীতি ও দলীয়করণের কারণে দেশে বৈষম্য বেড়েছে’

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, ‘একমাত্র জাতীয় পার্টি দেশের মানুষকে সুশাসন দিতে পারে। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির শাসনামলের চেয়ে জাতীয় পার্টির শাসনামলে দেশের মানুষ সবচেয়ে বেশি সুশাসন ভোগ করেছে। আওয়ামী লীগ ও বিএনপির দুর্নীতি ও দলীয়করণের কারণে দেশে বৈষম্য বেড়েছে।’

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের উত্তরার বাসভবনে বিকল্প ধারার কয়েকজন নেতার যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘বলা হয়, দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, আসলে বৈষম্য বেড়েছে। বৈষম্যের কারণে, কিছু মানুষ লুটপাটের মাধ্যমে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, বাংলাদেশিদের অট্টালিকা তৈরি হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের ভাগ্য ফেরেনি। বৈষম্য হচ্ছে স্বাধীনতার চেতনা পরিপন্থী।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। অনুষ্ঠানে বিকল্পধারার যুগ্ম মহাসচিব বেগ মাহতাব উদ্দিন, বিকল্পধারা বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক শেখ হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি মাওলানা হাফিজুর রহমান ও বাগেরহাট উপজেলা যুবধারার সভাপতি আব্দুল মান্নান জাপার চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।