রওশন এরশাদ হাসপাতালে

জাতীয় পার্টির চিফ প্যাট্রন ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে তাকে সেখানে নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাংবাদিকদের বলেন, ‘আমি শুনেছি, তাকে সিএমএইচে ভর্তি করানো হয়েছে। তবে সেখানে ভর্তি হওয়া বিশেষ কিছু না। আগামীকাল (শুক্রবার) বিস্তারিত জানতে পারবেন।’

জাতীয় পার্টির একাধিক নেতা জানিয়েছেন, রওশন এরশাদ নিয়মিত চেকআপের জন্য সিএমএইচে যান।

রওশন এরশাদের হাসপাতালে ভর্তি নিয়ে কোনও দায়িত্বশীল নেতাই বাংলা ট্রিবিউনের সঙ্গে পরিষ্কার করে কিছু বলেননি।

জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবুল বলেন, ‘তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে আমি এখনও শুনিনি।’

পার্টির সাবেক মহাসচিব রুহুল আমীন হাওলাদার রাত সাড়ে ১২টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাধারণত তিনি সিএমএইচে নিয়মিত চিকিৎসা গ্রহণ করেন। নিয়মিত সেখানে যান। তবে আজকে শারীরিকভাবে খারাপ অবস্থা হয়েছে, এমন কিছু শুনিনি।’

পরে রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আগামীকাল (শুক্রবার) আপনাদের বিস্তারিত জানাতে পারবো। এখন কিছু বলতে পারবো না।’