এরশাদের মৃত্যুবার্ষিকীতে রাজধানীতে জাপার খাদ্য বিতরণ

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় গরিব ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ করেছে জাতীয় পার্টি। বুধবার (১৪) এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন দলের চেয়ারম্যান জি এম কাদের।

এদিন জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। পরে শ্যামপুর, কদমতলী, মতিঝিল শাপলা চত্বর, টিকাটুলি, সায়েদাবাদ ও দয়াগঞ্জ এলাকায় খাদ্য বিতরণ করা হয়।

জাপা সূত্র জানায়, হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ১০ সহস্রাধিক মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছেন পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

কাকরাইলে খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধনীতে উপস্থিত ছিলেন—পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকাসহ সিনিয়র নেতারা।

কাকরাইলের পর খাদ্য বিতরণের উদ্দেশ্যে সৈয়দ আবু হোসেন বাবলার নির্বাচনি এলাকা শ্যামপুর ও কদমতলীতে যান জাপা চেয়ারম্যান। পথিমধ্যে মতিঝিল শাপলা চত্বর, টিকাটুলি, সায়েদাবাদ, দয়াগঞ্জে ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন জি এম কাদের ও সৈয়দ আবু হোসেন বাবলা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ জুলাই রাজধানীর ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।