‘জাতীয় পার্টির’ চেয়ারম্যান হতে রাজি নন রওশন এরশাদ

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি  দলের চেয়ারম্যান হতে আগ্রহী নন। বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে ফোনালাপে তিনি এ অভিমত ব্যক্ত করেন। 

এদিন রাত ১১ টার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী। পরে এ বিষয়ে জানতে চাইলে রওশন এরশাদের একান্ত সচিব মামুন হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই বিষয়টি ঠিক আছে।’

আরও পড়ুন: এরিক এরশাদের নতুন ‘জাতীয় পার্টির’ ঘোষণা 

জালালী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিএম কাদেরের নেতৃত্বে দল সঠিকভাবে চলছে বলেও রওশন মনে করেন। তিনি জাতীয় পার্টি চেয়ারম্যান হিসাবে জিএম কাদেরের সাফল্য কামনা করেন । জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরও বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

জালালী দাবি করেন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহাগির আল মাহি শাদ এরশাদ দুপুরেই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ফোন করে বলেছেন, ‘বাবার মৃত্যু বার্ষিকীর দোয়ায় শরিক হতে সকালে প্রেসিডেন্ট পার্কে গিয়েছিলেন। এর বাইরে আমি কোনও কিছুর সাথে সম্পৃক্ত নই।’

প্রসঙ্গত, আজ দুপুরে এরিক এরশাদ রওশন এরশাদকে চেয়ারম্যান করে নতুন জাপা ঘোষণা করেন। একইসঙ্গে মা বিদিশা ও ভাই রাহগির আল মাহি সাদকে কো-চেয়ারম্যান ও  কাজী মামুনুর রশীদকে ভারপ্রাপ্ত মহাসচিব করে নতুন জাতীয় পার্টির ঘোষণা দেন এরিক।

বুধবার বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক দোয়া ও মিলাদ মাহফিলে তাদের নাম প্রস্তাব করেন এরশাদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান এরিক।

সংবাদ সম্মেলনে এরিক বলেন, ‘আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন রাতের আঁধারে আমার চাচা জিএম কাদের বাবাকে জিম্মি করে অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। এগুলো আটকাতে হবে, প্রতিহত করতে হবে।’