স্বচ্ছ ও দায়িত্বশীল ইসি গঠন নিয়ে আমরা আশাবাদী: বাবলা

নতুন নির্বাচন কমিশন সঠিকভাবে গঠন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। তিনি বলেছেন, এই নির্বাচন কমিশন যেন সঠিকভাবে হয়। আমরা আশাবাদী, এই কমিশন স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।

সোমবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে জাতীয় পার্টির সংলাপ শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আবু হোসেন।

সংলাপের প্রসঙ্গে আবু হোসেন জানান, আন্তরিক পরিবেশে রাষ্ট্রপতির সঙ্গে জাপার প্রতিনিধি দলের বৈঠক হয়। এদিন বিকাল চারটায় প্রবেশ করে সন্ধ্যা ছয়টার দিকে বেরিয়ে আসেন জাপার প্রতিনিধি দল।

সংলাপ প্রসঙ্গে বাংলা ট্রিবিউন ফেসবুক লাইভে এসে সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, আমরা রাষ্ট্রপতিকে ইসি গঠনে আইনের কথা বলেছি। উনি বলেছেন- ‘দেখি আলাপ-আলোচনা করে’। এতটুকুই বলেছেন।

বাবলা জানান, সংলাপে জাপা চেয়ারম্যান জিএম কাদের সার্চ কমিটি গঠনে চার ব্যক্তির নাম সুপারিশ করেছেন।

সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, ‘আমরা চাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই সরকার জাতির জনকের যে স্বপ্ন ছিল, সেই অনুযায়ী নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠনে সরকার প্রধান এটা বিবেচনা করবেন।’