সংবিধানের ৫টি ধারা সংশোধনের দাবি জাপার

সংবিধানের পাঁচটি ধারা সংশোধন করার দাবি জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। দলটির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘একনায়কতন্ত্রের পরিবর্তে সাংবিধানিকভাবে গণমানুষের জন্য গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। সমুন্নত রাখতে হবে সংবিধানের চারটি মূলনীতি’।

শনিবার (১ জানুয়ারি) জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সমাবেশে তিনি এসব দাবি জানান।

জিএম কাদের বলেন, ‘আমরা মনে করি, গণতন্ত্র চর্চার স্বার্থে সংবিধান সংশোধন, সংযোজন ও সহায়ক আইন প্রণয়ন আবশ্যক।’

জাপা চেয়ারম্যান তার বক্তব্যে উল্লেখ করেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল বা নমনীয় করতে হবে (সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নেওয়ার স্বাধীনতা দিতে হবে)। সংবিধানের ১১৬ নম্বর অনুচ্ছেদ বাতিল করতে হবে (অধস্তন আদালত পরিচালনা করবে উচ্চ আদালত ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাহী বিভাগ নয়)।

তিনি আরও উল্লেখ করেন, সংবিধানের ৯৫(২) গ অনুচ্ছেদ অনুযায়ী আইন প্রণয়ন করতে হবে (উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের নীতিমালা এবং সেখানে প্রধান বিচারপতি ও উচ্চ আদালতের প্রাধান্য থাকতে হবে)। সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী আইন প্রণয়ন করতে হবে (নির্বাচন কমিশনারদের নিয়োগের যোগ্যতার নীতিমালা ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করার উদ্দেশ্যে)। সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী আইন প্রণয়ন করতে হবে (নির্বাচন কমিশনকে নির্বাচন বিষয়ে নির্বাহী বিভাগের ওপর কর্তৃত্ব বাস্তবায়নের জন্য)।

বক্তব্যে জিএম কাদের প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু ও ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।