সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ডেকেছে জাতীয় পার্টি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ‘গণবিরোধী সিদ্ধান্তের’ প্রতিবাদে দুদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। রবিবার (৭ আগস্ট) বনানীতে দলীয় কার্যালয় মিলনায়তনে দলের চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কো-চেয়ারম্যানদের এক সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মঙ্গলবার (৯ আগস্ট) বেলা ৩টায় কাকরাইলস্থ জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ‘গণবিরোধী সিদ্ধান্তের’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।

বুধবার (১০ আগস্ট) সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা ও সব ইউনিটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম এবং প্রেসিডিয়াম সদস্য মো. শফিকুল ইসলাম সেন্টু।