জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের দলীয় কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ  আদালতের বিচারক মাসুদুল হক শুনানি শেষে এ আদেশ দেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) আদালতের সংশ্লিষ্ট সেরেস্তাদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, দলের বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধার দায়ের করা মামলায় গত ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও দায়রা জজ  আদালতের বিচারক মাসুদুল হক এ আদেশ দেন।

এর আগে গত ৪ অক্টোবর জাপার বহিষ্কৃত নেতা ও দলের সাবেক এমপি জিয়াউল হক মৃধা দলের চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে দলীয় কার্যক্রমে ওপরে নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা দায়ের করেন।

এদিকে, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ পরিবর্তনের কোনও সিদ্ধান্ত নেননি স্পিকার। বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত জাতীয় পার্টি সংসদে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত অধিবেশনে অংশ নিয়েছে। বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের মঙ্গলবারও অধিবেশনে উপস্থিত ছিলেন। কিন্তু মাগরিবের নামাজের বিরতির পর তাকে আর দেখা যায়নি।

অপরদিকে দলের চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা অধিবেশনের শুরু থেকে শেষ পর্যন্ত তার আসনে উপস্থিত ছিলেন। তবে তিনি অধিবেশনের আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি আদালতের রায়ের কপিটি স্পিকারের কাছে পৌঁছে দেন বলে জানা গেছে।

এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গণমাধ্যমকে বলেছেন, স্পিকারের আশ্বাসে  সংসদে ফিরেছে জাতীয় পার্টি। বিরোধী দলীয় নেতা নির্বাচনের বিষয়ে স্পিকার সময় চেয়েছেন।