জাতীয় পার্টির বর্ধিত সভা শুরু

জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভা শুরু হয়েছে। তবে তুলনামূলক নেতাকর্মীদের উপস্থিতি কম দেখা গেছে। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ৫৭ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার উদ্বোধন করা হয়।

জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভার সূচি সভাপতিত্ব করছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

স্বাগত বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘আমরা গত দ্বাদশ নির্বাচনে গিয়েছিলাম প্রেসিডিয়াম কমিটির সম্মতিক্রমে। তবে এই নির্বাচনে আমরা আশানুরূপ ফলাফল পাইনি। এর জন্য সরকারের দৌরাত্ম্য, তাদের অর্থের দৌরাত্ম্য ছিল। আবার দলের অনেকে ভুল বুঝেছেন, অনেকে চলে গেছেন। আমি বলবো— আমাদের যা ভুলত্রুটি হয়েছে আসেন আলোচনা করি এবং আগামীতে দলকে কীভাবে আরও বেশি সংগঠিত করা যায়, তা নিয়ে কাজ করবো।’

বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা

এদিকে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের পর নানা প্রশ্ন উঠেছে দলীয় সিদ্ধান্ত নিয়ে। এছাড়া দলের নেতাকর্মীদের মধ্যে একটি মতভেদ দেখা গেছে। এই বর্ধিত সভার মাধ্যমে তারা জানতে এসেছেন, দলীয় সমস্যা থেকে উত্তরণে কেন্দ্রীয় নেতারা পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত নেন।

এছাড়াও বক্তব্যের মাধ্যমে নিজেদের অবস্থান সম্পর্কে পার্টিকে জানাতে চান জাপার বিভিন্ন জেলা ও উপজেলের কেন্দ্রীয় নেতারা।