গ্যাসের মূল্য বৃদ্ধি অযৌক্তিক: সৈয়দ আবুল মকসুদ



নাগরিক কমিটির উদ্যোগে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান ধর্মঘটঅবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধি স্থগিত করে নতুনভাবে বিবেচনা করার দাবি জানিয়েছেন বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, ‘গ্যাসের দাম বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনও যুক্তি নেই। এটি বাংলাদেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব বিস্তার করবে।’ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত নাগরিক কমিটির এক অবস্থান ধর্মঘটকালে তিনি এসব কথা বলেন।
আবুল মকসুদ বলেন, ‘নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধি করার মানেই হলো জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আর সরকার সেটিই আবার করেছে। আমরা নাগরিক সমাজ এটি কোনোভাবেই মেনে নিতে পারি না। তাই আমি সরকারকে অনুরোধ করব, অবিলম্বে এটি স্থগিত করে বিষয়টি যেন পুনঃবিবেচনা করা হয়।’
অবস্থান ধর্মঘটে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দে সাকি গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্নীতিকেই দায়ী করেছেন। তিনি বলেন, ‘সরকার তার বড় বড় প্রকল্পের দুর্নীতির ঘাটতি পূরণের জন্যই কোনও কারণ ছাড়াই অহেতুক গ্যাসের দাম মূল্য করেছে। দেশের মানুষ এতটা মূর্খ নয়। তারা জানে গ্যাসের মূল্য কেন বৃদ্ধি করা হলো। আর অযৌক্তিকভাবে এ ধরনের সিদ্ধান্ত কেউ মেনে নেবে না।’
সরকারের উদ্দেশে জুনায়েদ সাকী বলেন, ‘এখনও সময় আছে সিদ্ধান্ত পরিবর্তন করুন। না হলে দেশের মানুষ নতুন করে প্রতিবাদী হয়ে উঠবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, নারীনেত্রী মোশরেফা মিশু প্রমুখ।
/আরএআর/এমএনএইচ/