গ্রিক দেবীর ‘মূর্তি’ সরানোর দাবি খেলাফত মজলিসের

খেলাফত মজলিসের মানববন্ধনসুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ‘মূর্তি’ সরানোর দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবুর রহমান। বৃহস্পতিবার (২০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ দাবি তোলেন।

বোরকা পরিয়েও সুপ্রিম কোর্টের সামনে ‘মূর্তি’ জায়েজ করা যাবে না বলে মন্তব্য করে মানববন্ধনে মাওলানা সৈয়দ মজিবুর রহমান বলেন, ‘সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি সরাতেই হবে। দেশের ওলামা-মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসলমানদের ন্যাক্কারজনকভাবে কটুক্তি করা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। ৯২ ভাগ মুসলমানের দেশে সর্বোচ্চ বিচারালয়ের সামনে মূর্তির পক্ষে কোনও রকম যুক্তি গ্রহণযোগ্য নয়। অবিলম্বে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণ করতে হবে।’


মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন বলেন, ‘আমাদের ধর্মীয় বা সাংস্কৃতিক ঐতিহ্য কোনও কিছুর সঙ্গেই গ্রিক দেবীর মূর্তি সামঞ্জস্যপূর্ণ নয়।’
সংগঠনের ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় মানববন্ধনে ছিলেন খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ মনি, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, মাওলানা আহমদ আলী কাসেমী, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম প্রমুখ।

/আরএআর/জেএইচ/