কিশোর আলো’র ডিক্লারেশন বাতিলের দাবি হেফাজতের

হেফাজতে ইসলামদৈনিক প্রথম আলোর কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’র ডিক্লারেশন বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। বুধবার এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ দাবি জানান।
বিবৃতিতে মাওলানা আজিজুল হক বলেন, “কিশোর আলোর জুলাই সংখ্যার ৯৬ পৃষ্ঠায় কার্টুনের মাধ্যমে ‘সবচেয়ে সেরা জীব গরু যে খেতে চায়, সে সবচেয়ে নিম্ন প্রজাতির প্রাণী’ বলে মুসলিম উম্মাহকে কটাক্ষ করা হয়েছে। এর মাধ্যমে চরম ধৃষ্টতা দেখিয়েছে এবং মুসলমানদের অন্তরে চরমভাবে আঘাত করেছে ম্যাগাজিনটি।”
কিছুদিন পর পর প্রথম আলো মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় উল্লেখ করে হেফাজত নেতা বলেন, ‘কিশোর আলো ম্যাগাজিনের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’ অন্যথায় প্রথম আলো ও কিশোর আলোর বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
/সিএ/এমও/