বন্যার্তদের সাহায্যার্থে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ত্রাণ কমিটি

খেলাফত মজলিসদেশে বন্যাদুর্গতদের সাহায্যার্থে বিএনপি-জোটের শরিক খেলাফত মজলিসের পক্ষ থেকে গঠন করা হয়েছে ১১ সদস্যের একটি ত্রাণ কমিটি। এর প্রধান হিসেবে আছেন দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। খেলাফত মজলিসের অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো. আবদুল জলিল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
ভয়াবহ বন্যা থেকে পরিত্রাণ ও বন্যায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে আগামী ২৮ আগস্ট দেশব্যাপী দোয়া কর্মসূচি পালন করবে খেলাফত মজলিস। দলের অফিস ও প্রচার সম্পাদক এ তথ্যও জানান।
সব মসজিদের খতীবদেরকে আগামী ১৮ আগস্ট জুম্মার নামাজের পর বিশেষভাবে দোয়া করার আহ্বান জানান খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি বলেছেন, ‘ভয়াবহ বন্যায় দেশের উত্তরাঞ্চল ভাসছে। লাখো পানিবন্দি মানুষের দিন কাটছে অনাহার-অর্ধাহারে। বন্যাদুর্গত এলাকায় সরকারের পক্ষ থেকে উল্লেখ করার মতো ত্রাণ তৎপরতা নেই। এ অবস্থায় সবাইকে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।’
/এসটিএস/জেএইচ/