নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় দেশবাসী: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ মনে করেন, দেশের মানুষ দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় বলে। শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে দলটির নিজস্ব মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এখানে চলছিল তাদের ঢাকা জেলা কর্মী প্রশিক্ষণ কর্মশালা।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনও নজির নেই। বিগত নির্বাচনগুলোতে বিশ্ববাসী হতবাক চোখে দেখেছে তাদের দলীয় ক্যাডাররা কিভাবে কেন্দ্র দখল ও ভোট ডাকাতি করেছে। কাজেই নিরপেক্ষ সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হতে হবে। এর কোনও বিকল্প নেই।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের। তার দাবি, ‘নীতি-নৈতিকতা বলতে দেশে অবশিষ্ট কিছু নেই। এর মধ্যে সন্ত্রাস ও ধর্ষণের তুফান শুরু হয়েছে।’
দলটি ঢাকা জেলার সভাপতি সৈয়দ আলী মোস্তফার সভাপতিত্বে কর্মশালায় আরও ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, প্রচার সম্পাদক মুফতী আব্দুল করীম, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক বেপারী, মাওলানা নূর হোসাইন প্রমুখ।