বাম দলগুলোর বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা

সচিবালয় অভিমুখে যাওয়ার পথে পুলিশি বাধার সম্মুখীন হয় বাম দলগুলোর বিক্ষোভ মিছিল (ছবি: সাদ্দিফ অভি)বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছে সিপিডি, বাসদ ও গণতান্ত্রিক বামফ্রন্ট। তবে এই বাম দলগুলো মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাওয়ার পথে পুলিশের বাধার সম্মুখীন হয়। এ সময় পুলিশি ব্যারিকেডের মধ্যেই প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা।

সমাবেশে বাম নেতাদের অভিযোগ— ‘নির্বাচন এলেই জিনিসপত্রের দাম বেড়ে যায়। জনগণের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে নির্বাচনে তা কাজে লাগায় সরকার।’

কমরেড সাইফুল হকের মন্তব্য, ‘দুর্নীতি দমন কমিশন শুধু সনদ দিয়েই বেড়ায়। কাজের কাজ কিছুই করে না।’
বাজার অস্থিতিশীলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে বাম দলগুলো। কমরেড সাইফুল হক বলেছেন, ‘সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর ফরাসউদ্দিনের বক্তব্য অনুযায়ী, দেশ থেকে প্রায় ৭০ হাজার কোটি টাকা প্রতি বছর বিদেশে পাচার হয়। এর সঙ্গে ক্ষমতাসীন দলের উচ্চপর্যায়ের নেতাদের সম্পৃক্ততা আছে। এ দিকটি তদন্ত করার আহ্বান জানাই।’

বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে বাম দলগুলো (ছবি: সাদ্দিফ অভি)নিত্য প্রয়োজনীয় জিনিসের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক অভিমুখে বিক্ষোভ করবে বাম দলগুলো। একইসঙ্গে ওইদিন সকাল ১১টায় সারাদেশে সমাবেশের পর একযোগে বাংলাদেশ ব্যাংকের সব অফিস অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।