জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে: খেলাফত মজলিস

 

খেলাফত মসলিজের মতবিনিময়জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক। তিনি বলেন, ‘দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। এ জন্য একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোনও বিকল্প নেই।’ শনিবার সকালে বিজয় নগরে জাতীয় সংসদ নির্বাচনে সম্ভব্য প্রার্থীদের নিয়ে খেলাফত মজলিস আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ‘খেলাফত মজলিসের নেতা-কর্মীদের জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। একইসঙ্গে সবাইকে জনসেবায় আত্মনিয়োগ করে জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে সাধ্যমতো ভূমিকা পালন করতে হবে।’   

মতবিনিময় সভায় উপস্থিত ডেলিগেটদের কাছ থেকে সংশ্লিষ্টদের আসনভিত্তিক কাজের অবস্থার প্রতিবেদন গ্রহণের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সংগঠনকে শক্তিশালীকরণসহ তৎপরতা জোরদারের নির্দেশনা দেওয়া হয়। 

দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল বাসিত আজাদ, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, শফিউল আলম, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, মো. আবদুল জলিল প্রমুখ।