ডিএনসিসিতে সিপিবির মনোনয়ন পাচ্ছেন ক্বাফী

ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ নির্বাচনে দলের প্রেসিডিয়ামের সদস্য আবদুল্লাহ আল ক্বাফী রতনকে মনোনয়ন দিচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বৃহস্পতিবার দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

২০১৫ সালে ক্বাফীকে পরিচয় করিয়ে দিচ্ছেন নেতারাআবদুল্লাহ আল ক্বাফী রতন ২০১৫ সালেও ডিএনসিসি নির্বাচনে অংশ নিয়েছিলেন। ওই বছর তিনি হাতি মার্কা নিয়ে ২ হাজার ৪৭৫টি ভোট পেয়েছিলেন। সেবার তিনি ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলনের ব্যানারে প্রার্থিতা করেছিলেন।’ সিপিবি ও বাসদ সমর্থিত ছিলেন ক্বাফী রতন।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপ নির্বাচনে আমাদের প্রার্থী থাকবে, সব বামপন্থীরা মিলে আমরা চেষ্টা করছি একজনকে প্রার্থী করার। এক্ষেত্রে ক্বাফী প্রার্থী হবেন এবারও। আমরা সবার সমর্থন পাওয়ার চেষ্টা করব।’

যদিও সিপিবির প্রেসিডিয়ামের সদস্য রুহিন হোসেন প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রার্থী চূড়ান্ত হয়নি। চেষ্টা করছি বামদের পক্ষ থেকে একক প্রার্থী করার।’

সিপিবি ও কয়েকটি বামদল সূত্রে জানা গেছে, উপ নির্বাচনে বাম দলগুলোর একক প্রার্থী দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদিও এ বিষয়টি এখনও চূড়ান্ত নয়। এ ক্ষেত্রে আরও প্রায় সপ্তাহখানেক সময় লেগে যেতে পারে, এমন তথ্য দিয়েছেন সিপিবির এক নেতা।

জানতে চাইলে আবদুল্লাহ ক্বাফী রতন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলীয়ভাবে প্রার্থী হতে প্রস্তুতি নিতে আমাকে বলা হয়েছে। গত নির্বাচনেও আমি প্রার্থী হয়েছি। আশা করি এবারও প্রার্থী হব।’