অর্থমন্ত্রীকে বি. চৌধুরী: আমার কর্মকাণ্ডে মানুষের ক্ষতি হলে অবসর নেবো

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী (ফাইল ছবি)বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘যেদিন আমি দেখবো আমার বক্তব্য ও কর্মকাণ্ডে দেশের মানুষের কোনও ক্ষতি হয়েছে সেদিন আমি নির্দ্বিধায় অবসর গ্রহণ করবো।’ রবিবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব বলেন।
অর্থ্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শনিবার (১৭ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানের বক্তব্যে বদরুদ্দোজা চৌধুরীকে অবসর গ্রহণের পরামর্শ দেন। এর প্রতিক্রিয়ায় রবিবার বিবৃতি পাঠালেন তিনি।
ওই বিবৃতিতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন, ‘অবসর গ্রহণের সিদ্ধান্ত সংবলিত অর্থমন্ত্রীর বক্তব্য দেখেছি। অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী (নুরুল ইসলাম নাহিদ) উভয়ে গুণী মানুষ, এ নিয়ে আমার শ্রদ্ধা রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমার কোনও অভিযোগ নেই। কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা ভুল নয়।’
সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী বিবৃতিতে আরও বলেন, ‘অর্থমন্ত্রী তার অবসর গ্রহণের সিদ্ধান্ত সংবলিত বক্তব্যের পরিশেষে আমাকেও অবসর গ্রহণের পরামর্শ দিয়েছেন। এ ব্যাপারে আমার বক্তব্য সুষ্পষ্ট— যেদিন আমি দেখবো আমার বক্তব্য ও কর্মকাণ্ডে দেশের মানুষের কোনও ক্ষতি হয়েছে, সেদিন আমি নির্দ্বিধায় ও আনন্দে অবসর গ্রহণ করবো। নীতির প্রশ্নে পদত্যাগ করার অভ্যাস আমার আছে।’