বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ইসলামী আন্দোলন

 ইসলামী আন্দোলন বাংলাদেশবর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। মঙ্গলবার রাজশাহীতে দলটির জেলা শাখার উদ্যোগে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।

মুফতি রেজাউল করীম বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে হলে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের দিকে দেশবাসী তাকিয়ে আছেন। এই নির্বাচন সুষ্ঠু না হলে একাদশ জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে না।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ মুক্তি চায়, পরিবর্তন চায়। বর্তমানে খুন, গুম, সন্ত্রাস ও ধর্ষণ মারাত্মক আকার ধারণ করছে। মানুষ নৈতিকতা হারিয়েছে। মাদকে দেশ সয়লাব। মাদক তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।’