আলেমরা রাজনীতিতে পিছিয়ে থাকায় দুর্নীতিবাজরা দেশ শাসন করছে: মুফতি ফয়জুল করীম

ওলামা-মাশায়েখ সম্মেলনে বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমদেশের রাজনীতিতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে আলেমদের মুখ্য ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, ‘আলেমরা রাজনীতিতে পিছিয়ে থাকায় আজ দুর্নীতিবাজরা দেশ শাসন করছে।’ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বংশালে ওলামা-মাশায়েখ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, ‘প্রচলিত শাসনব্যবস্থা মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতেও নারাজ। মানুষের অধিকার বলতে কিছু নেই। সর্বক্ষেত্রে জিম্মি অবস্থা। প্রচলিত এ সমাজব্যবস্থার পরিবর্তে একটি ভারসাম্যপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে আলেমদের ভূমিকা রাখতে হবে। দেশের  আলেমরা ঐক্যবদ্ধ হলে অল্প সময়েই ভারসাম্যহীন সমাজব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে গণমানুষের কাঙ্ক্ষিত মুক্তির ঠিকানা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা সম্ভব।’

নির্বাচন প্রসঙ্গে মুফতি ফয়জুল করীম বলেন, ‘সমাজব্যবস্থা আজ ভেঙে পড়েছে। কোথাও শান্তি নেই, নিরাপত্তা নেই। মানুষের মধ্যে চলছে এক ধরনের হাহাকার।  মানবরচিত মতাদর্শের লালনকারী কোনও দলের নেতৃত্বে ক্ষমতার জন্য কখনও চরমোনাই পীর জোট করেননি। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করেছেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিরেন, দলটির দলের প্রেসিডিয়াম সদস্য নুরুল হুদা ফয়েজি, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, জাতীয় ইমাম সমাজের কেন্দ্রীয় সভাপতি আবুল হোসেন প্রমুখ।