মেরুদণ্ডহীন কমিশনের মাধ্যমে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: হেমায়েত উদ্দিন

কর্মশালায় বক্তব্য রাখছেন এটিএম হেমায়েত উদ্দিনমেরুদণ্ডহীন কমিশনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন। শুক্রবার (২১ সেপ্টেম্বর) দলটির ঢাকা মহানগর দক্ষিণের নির্বাচন পরিচালনা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

এটিএম হেমায়েত উদ্দিন বলেন, ‘সকল রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ মহলের মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশন একাদশ জাতীয় নির্বাচনে বিতর্কিত ইভিএম বা ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের ষড়যন্ত্র করছে। একনেকের সভায় ৩ হাজার ৮২৯ কোটি টাকা ইভিএম-এর জন্য অনুমোদন দেয়ায় প্রমাণিত হয়েছে নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে।’

তিনি অভিযোগ করেন, ‘বর্তমান নির্বাচন কমিশন বিগত নির্বাচনগুলোতে প্রমাণ করেছে তারা ভোট ছিনতাইকারীদের পাহারাদার এবং মেরুদণ্ডহীন। অতএব তাদের পক্ষে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।’

নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, আব্দুর রহমান, আলতাফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, আব্দুল আউয়াল, নুরুজ্জামান সরকার প্রমুখ।