‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরিতে কমিশনের পদক্ষেপ নেই: খেলাফত মজলিস

খেলাফত মজলিসসংসদ নির্বাচনকে সামনে রেখে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরিতে কমিশনের কোনও পদক্ষেপ নেই বলে অভিযোগ করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি।’

সোমবার (১৯ নভেম্বর) বিকালে সংগঠনের বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘তফসিল ঘোষনার পরেও বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে, মামলা-মোকদ্দমা থেমে নেই। প্রশাসন সরকারি দলের পক্ষে তৎপরতা অব্যাহত রেখেছে। সরকারের বিভিন্ন এজেন্সির লোকেরা প্রার্থীদের বায়োডাটা সংগ্রহের নামে মাঠে ভীতি ছড়াচ্ছে। কিন্তু সরকার যতই ফন্দি-ফিকির করুক না কেন তাতে শেষ রক্ষা হবে না। জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারলে নির্বাচনে ক্ষমতাসীনদের চরম ভরাডুবি হবে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খেলাফত মজলিসের প্রার্থীদের সাক্ষাৎকার আরও দুই দিন চলবে। মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে বাছাইকৃত প্রার্থীদের তালিকা আমিরে মজলিসের নিকট পেশ করা হবে।