সরকারকে বেআইনি আদেশ দেওয়া বন্ধের পরামর্শ ড. কামালের

সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন, ছকি: ফোকাস বাংলাসরকারকে বেআইনি আদেশ দেওয়া বন্ধ রাখার পরামর্শ দিয়েছন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘সরকারের ক্ষমতার ৫ বছর শেষ হয়ে গেছে।  আর ১৬ দিনের মতো আছে। এই ১৬ দিন মাথা ঠান্ডা রেখে বেআইনি আদেশ দেওয়া বন্ধ রাখেন।’

শুক্রবার (১৪ ডিসেম্বর) পল্টনে জাতীয়ে ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, ‘যে ১৬ দিন ক্ষমতায় আছেন মানুষকে মুখ না দেখিয়ে এদিক সেদিক করে কাটিয়ে দেন।  আপনাদের মুখ দেখবো না আমরা।’  

সরকারকে আইন মানার পরামর্শ দিয়ে ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ‘আমার যেমন আইন মানবো, তেমনি সরকার আইনের ঊর্ধ্বে নয়। জেনে রাখেন এই দেশে কোনও সরকার আইনের ঊর্ধ্বে নয়। এটাই হলো স্বাধীনতার অর্থ।’

কামাল হোসেন বলেন, ‘কোনও বেআইনি আদেশ মানা পুলিশের কাজ না। এটা তাদের জানা উচিত। যারা বেআইনি আদেশ দিচ্ছে তারা তো চিরস্থায়ী নয়। চিরদিন কেউ ক্ষমতায় থাকে না। আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, কোনও অসাংবিধানিক কাজ করবেন না।’

তিনি বলেন, সিলেটে শাহজালালের মাজারে গিয়ে দোয়া করেছি, দেশের মানুষ যা চাচ্ছে তা যেন সাংবিধানিকভাবে ভোগ করতে পারে। আমরা বেআইনি কোনও সুবিধা চাচ্ছি না।

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই ধরনের হামলার ঘটনা ঘটতে পারে এটা কল্পনা করা যায় না বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরাদের সঙ্গে কী হয়েছে এটা নিয়ে চিন্তা করি না। তারা সেখানে হামলা করে শহীদের অবমানা করেছে। এটা মেনে নেওয়া যায় না। আমরা তো সেখানে কোনও অন্যায় কাজ করি নাই। শুধু শহীদের শ্রদ্ধা জানিয়েছি। এই হামলাকারীরা কারা? কিছু ভাড়াটে ছোকড়া দুই পয়সার জন্য হামলা করেছে। এদের পয়সা দিয়ে কেনা যায়। আমি তোমাদের চার পয়সা দেবো সেখান থেকে সরে যাও। কয় পয়সা পেয়ে তোমরা এই হামলা করেছো।’

পুলিশের আইজিপি’র উদ্দেশে কামাল হোসেন বলেন, ‘পুলিশদের ব্যাপারে যা শোনা যাচ্ছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আইজিপি সাবেহ আপনার প্রতি আমরা খুব ভালো ধারণা আছে। সেটা যেন থাকে।  এসব ঘটনার বিষয়ে আপনাকে তথ্য দেওয়া হবে। বিশ্বস্ত লোকদের দিয়ে তদন্ত করাবেন।’