ড. কামালসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি

ড. কামালের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে চিঠিশহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড.কামাল হোসেনসহ দলের নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন দলটি। শনিবার (১৫ ডিসেম্বর)  বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত একটি চিঠি নির্বাচন কমিশন (ইসি) সচিবকে  দেওয়া হয়েছে।

এছাড়া সিরাজগঞ্জ পুলিশ সুপারকে প্রত্যাহারসহ ও দেশের বিভিন্নস্থানে বিএনপিসহ ঐক্যফ্রন্টের প্রার্থী সর্মথকদের হামলা ও মিথ্যা মামলায়  হয়রানির বন্ধে পৃথক চিঠি দেওয়া হয়েছে ইসি সচিবকে। 

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল (ইসি) সচিব হেলালুদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে এ চিঠি দেন।

ড. কামালের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে চিঠি

পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে পুলিশ প্রশাসন সরকারি পেটোয়া বাহিনীর মুখোমুখি হতে হচ্ছে আমাদেরকে। এ বিষয়ে বারবার কমিশনে অভিযোগ দেওয়ার পরও মাঠে কোনও ধরনের প্রতিফলন দেখছি না।’  

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘কমিশন আমাদের অভিযোগ নিচ্ছে। মাঠে তার কোনও প্রতিফলন নেই। এজন্য আমরা দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতির কাছে সাক্ষাতের জন্য আবেদন জানিয়েছি। সেখানে প্রতিকার না পেলে এ দেশের জনগণ তার বিচার করবে।’